বিশ্ববাজারে স্বর্ণের নজিরবিহীন মূল্যবৃদ্ধির পর এবার রুপার দামও রেকর্ড পরিমাণ বেড়ে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বুধবার (৮ অক্টোবর) প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার পর একই দিনে রুপার দামও নতুন রেকর্ড ছুঁয়েছে।
গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ১১ মিনিটে স্পট সিলভারের দাম দাঁড়ায় ৪৯.৫৪ ডলার, যা আগের তুলনায় প্রায় ৩.৫ শতাংশ বেশি। এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বর্তমানে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪,০০২ ডলার এবং আগামী ডেলিভারির জন্য সেটি দাঁড়িয়েছে ৪,০২৫ ডলারে। গত বছর স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়েছিল, আর চলতি বছরে ইতোমধ্যে তা ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে মূল্যবান ধাতুর বাজারে আরও বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, যা বৈশ্বিক বিনিয়োগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।